আল ক্বাসাস

সূরা নং: ২৮, আয়াত নং: ২১

তাফসীর
فَخَرَجَ مِنۡہَا خَآئِفًا یَّتَرَقَّبُ ۫  قَالَ رَبِّ نَجِّنِیۡ مِنَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ٪

উচ্চারণ

ফাখারাজা মিনহা-খা-ইফাইঁ ইয়াতারাক্কাবু কা-লা রাব্বি নাজ্জিনী মিনাল কাওমিজ্জা-লিমীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

সুতরাং মূসা ভীতাবস্থায় পরিস্থিতির প্রতি নজর রেখে নগর থেকে বের হয়ে পড়ল। বলল, হে আমার প্রতিপালক! আমাকে জালেম সম্প্রদায়ের থেকে রক্ষা কর।
﴾﴿
সূরা আল ক্বাসাস, আয়াত ৩২৭৩ | মুসলিম বাংলা