কিছুক্ষণ পর সেই দুই নারীর একজন লাজুক ভঙ্গিমায় হেঁটে হেঁটে তার কাছে আসল। ১৭ সে বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন, তার পারিশ্রমিক দেওয়ার জন্য। ১৮ সুতরাং যখন সে নারীদ্বয়ের পিতার কাছে এসে পৌঁছল এবং তাকে তার সমস্ত বৃত্তান্ত শোনাল, তখন সে বলল, কোন ভয় করো না। তুমি জালেম সম্প্রদায় হতে মুক্তি পেয়ে গিয়েছ।
তাফসীরে ইবনে কাছীর
তাফসীরে মাআ'রিফুল কুরআন
তাফসীর (মুফতী তাকী উসমানী)
Tafsir Ibn Katheer
Tafsir Ma'ariful Quran
সূরা আল ক্বাসাস, আয়াত ৩২৭৭ এর তাফসীর | মুসলিম বাংলা