এবং (একদা) সে নগরে এমন এক সময় প্রবেশ করল, যখন তার বাসিন্দাগণ ছিল অসতর্ক। ৭ সে দেখল সেখানে দু’জন লোক মারামারি করছে। একজন তো তার নিজ দলের এবং আরেকজন তার শত্রুপক্ষের। যে ব্যক্তি ছিল তার নিজ দলের, সে তার শত্রুপক্ষের লোকটির বিরুদ্ধে তাকে সাহায্যের জন্য ডাকল। তখন মূসা তাকে একটি ঘুষি মারল আর তা তার কর্ম সাবাড় করে দিল। ৮ (তারপর) সে (আক্ষেপ করে) বলল, এটা শয়তানের কাণ্ড। মূলত সে এক প্রকাশ্য শত্রু, যার কাজই ভুল পথে নিয়ে যাওয়া।
তাফসীরে ইবনে কাছীর
তাফসীরে মাআ'রিফুল কুরআন
তাফসীর (মুফতী তাকী উসমানী)
Tafsir Ibn Katheer
Tafsir Ma'ariful Quran
সূরা আল ক্বাসাস, আয়াত ৩২৬৭ এর তাফসীর | মুসলিম বাংলা