আন নাম্‌ল

সূরা নং: ২৭, আয়াত নং: ৮০

তাফসীর
اِنَّکَ لَا تُسۡمِعُ الۡمَوۡتٰی وَلَا تُسۡمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوۡا مُدۡبِرِیۡنَ

উচ্চারণ

ইন্নাকা লা-তুছমি‘উল মাওতা-ওয়ালা-তুছমি‘উসসু ম্মাদ দু‘আ-আ ইযা-ওয়াল্লাও মুদবিরীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

স্মরণ রেখ, তুমি মৃতদেরকে (তোমার কথা) শোনাতে পারবে না এবং বধিরকেও পারবে না ডাক শোনাতে, যখন তারা পেছন ফিরে চলে যায়।
﴾﴿
সূরা আন নাম্‌ল, আয়াত ৩২৩৯ | মুসলিম বাংলা