আন নাম্‌ল

সূরা নং: ২৭, আয়াত নং: ৭৫

তাফসীর
وَمَا مِنۡ غَآئِبَۃٍ فِی السَّمَآءِ وَالۡاَرۡضِ اِلَّا فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ

উচ্চারণ

ওয়ামা মিন গাইবাতিন ফিছছামাই ওয়াল আরদিইল্লা-ফী কিতা-বিম মুবীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আসমান ও যমীনে এমন কোন গুপ্ত বিষয় নেই, যা এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নয়। ৩৯

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৯. ‘সুস্পষ্ট কিতাব’ দ্বারা ‘লাওহে মাহফুজ’ বোঝানো হয়েছে।
﴾﴿
সূরা আন নাম্‌ল, আয়াত ৩২৩৪ | মুসলিম বাংলা