আন নাম্‌ল

সূরা নং: ২৭, আয়াত নং: ৬৭

তাফসীর
وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا ءَاِذَا کُنَّا تُرٰبًا وَّاٰبَآؤُنَاۤ اَئِنَّا لَمُخۡرَجُوۡنَ

উচ্চারণ

ওয়া কা-লাল্লাযীনা কাফারূ আইযা-কুন্না-তুরা-বাওঁ ওয়াআ-বাউনা আইন্নালামুখরাজুন।

অর্থ

মুফতী তাকী উসমানী

যারা কুফর অবলম্বন করেছে তারা বলে, আমরা ও আমাদের বাপ-দাদাগণ যখন মাটি হয়ে যাব, তখনও কি আমাদেরকে সত্যি সত্যিই (কবর থেকে) বের করা হবে?
﴾﴿
সূরা আন নাম্‌ল, আয়াত ৩২২৬ | মুসলিম বাংলা