আন নাম্‌ল

সূরা নং: ২৭, আয়াত নং: ৬২

তাফসীর
اَمَّنۡ یُّجِیۡبُ الۡمُضۡطَرَّ اِذَا دَعَاہُ وَیَکۡشِفُ السُّوۡٓءَ وَیَجۡعَلُکُمۡ خُلَفَآءَ الۡاَرۡضِ ؕ  ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ  قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ ؕ

উচ্চারণ

আম্মাইঁ ইউজীবুল মু দতাররা ইযা-দা‘আ-হু ওয়া ইয়াকশিফুছছূআ ওয়া ইয়াজ‘আলুকুম খুলাফাআল আরদি আ ইলা-হুম মা‘আল্লা-হি কালীলাম মা-তাযাক্কারূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তবে কে তিনি, যিনি কোন আর্ত যখন তাকে ডাকে, তার ডাকে সাড়া দেন ও তার কষ্ট দূর করে দেন এবং যিনি তোমাদেরকে পৃথিবীর খলীফা বানান? (তবুও কি তোমরা বলছ) আল্লাহর সঙ্গে অন্য প্রভু আছেন? তোমরা অতি অল্পই উপদেশ গ্রহণ কর।
﴾﴿
সূরা আন নাম্‌ল, আয়াত ৩২২১ | মুসলিম বাংলা