আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ৯৯

তাফসীর
وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الۡمُجۡرِمُوۡنَ

উচ্চারণ

ওয়ামাআদাল্লানাইল্লাল মুজরিমূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আমাদেরকে তো বড় বড় অপরাধীরাই বিভ্রান্ত করেছিল। ৩০

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩০. অপরাধী বলে কাফেরদের বড় বড় নেতাদের বোঝানো হয়েছে, যারা নিজেরাও কুফর ধরে রেখেছে, অন্যদেরকেও তাতে উৎসাহিত করেছে এবং তাদের দেখাদেখি আরও অনেকে কুফরের পথ বেছে নিয়েছে।
﴾﴿