আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ৮০

তাফসীর
وَاِذَا مَرِضۡتُ فَہُوَ یَشۡفِیۡنِ ۪ۙ

উচ্চারণ

ওয়া ইযা-মারিদতুফাহুওয়া ইয়াশফীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং আমি যখন পীড়িত হই, আমাকে শেফা দান করেন। ২৫

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৫. হযরত ইবরাহীম আলাইহিস সালামের আদব-কায়দা লক্ষ্য করুন। অসুস্থতাকে তো নিজের সাথে সম্বন্ধযুক্ত করে বলছেন, ‘আমি পীড়িত’ হই। কিন্তু আরোগ্য দানকে আল্লাহ তাআলার কাজরূপে উল্লেখ করে বলেন, ‘তিনিই আমাকে আরোগ্য দান করেন’। এর দ্বারা এদিকেও ইশারা হতে পারে যে, রোগ-ব্যাধি মানুষের কোন ত্রুটির কারণে হয়ে থাকে আর শেফা সরাসরি আল্লাহ তাআলার দান।
﴾﴿