আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ৭৬

তাফসীর
اَنۡتُمۡ وَاٰبَآؤُکُمُ الۡاَقۡدَمُوۡنَ ۫ۖ

উচ্চারণ

আনতুম ওয়া আ-বাউকুমুল আকদামূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণ? ২৪

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৪. অর্থাৎ তোমরা ও তোমাদের পূর্বপুরুষ যে প্রতিমাদের উপাসনা করছ তোমরা কি চিন্তা করে দেখেছ তারা ইবাদত লাভের উপযুক্ত কিনা? একটু যদি চিন্তা করতে, স্পষ্টভাবেই বুঝতে পারতে, নিজ হাতে গড়া জড়প্রতিমার পূজা করা চরম মূর্খতা ও নির্বুদ্ধিতার কাজ এবং তখন তোমরা নিজেরাই ঘৃণাভরে তাদের পরিত্যাগ করতে। -অনুবাদক
﴾﴿