আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ২০৪

তাফসীর
اَفَبِعَذَابِنَا یَسۡتَعۡجِلُوۡنَ

উচ্চারণ

আফাবি‘আযা-বিনা -ইয়াছতা‘জিলূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা কি আমার শাস্তির জন্য তড়িঘড়ি করছে? ৬০

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬০. উপরে যে আযাবের কথা বলা হয়েছে কাফেরগণ তাতে মোটেই বিশ্বাস করত না। তারা ঠাট্টাচ্ছলে বলত, আমাদেরকে যদি শাস্তি দেওয়া হয়, তবে এখনই দেওয়া হোক না! এ আয়াতে তারই জবাব দেওয়া হয়েছে। বলা হচ্ছে, কাউকে যে তড়িঘড়ি করে শাস্তি দেওয়া হয় না এটা কেবল আল্লাহ তাআলার অনুগ্রহ। তিনি অবাধ্যদেরকে প্রথমে সতর্ক করেন। সে উদ্দেশ্যে তাদের কাছে পথপ্রদর্শক পাঠান। তাদেরকে সুযোগ দেন, যাতে পথপ্রদর্শকের দাওয়াত সম্পর্কে চিন্তা-ভাবনা করতে ও সত্য গ্রহণে প্রস্তুত হতে পারে।
সূরা আশ শুআরা', আয়াত ৩১৩৬ | মুসলিম বাংলা