আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ১৮৮

তাফসীর
قَالَ رَبِّیۡۤ اَعۡلَمُ بِمَا تَعۡمَلُوۡنَ

উচ্চারণ

কা-লা রাববীআ‘লামুবিমা-তা‘মালূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

শুআইব বলল, আমার প্রতিপালক ভালোভাবে জানেন তোমরা যা করছ। ৫২

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫২. অর্থাৎ, তোমরা যে আকাশের একটি খণ্ড ফেলে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে বলছ, এটা আমার এখতিয়ারে নয়। শাস্তি দান আল্লাহ তাআলার কাজ। কাকে কখন কী শাস্তি দেওয়া হবে সে ফায়সালা তাঁরই হাতে। তিনি যখন যে রকম শাস্তি দিতে চান, তা ঠিকই দেবেন। কেননা তোমাদের যাবতীয় কার্যকলাপ তাঁর ভালোভাবে জানা আছে।
সূরা আশ শুআরা', আয়াত ৩১২০ | মুসলিম বাংলা