আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ১৮৬

তাফসীর
وَمَاۤ اَنۡتَ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا وَاِنۡ نَّظُنُّکَ لَمِنَ الۡکٰذِبِیۡنَ ۚ

উচ্চারণ

ওয়ামাআনতা ইল্লা-বাশারুম মিছলুনা-ওয়া ইন নাজুন্নুকা লামিনাল কা-যিবীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তুমি তো আমাদের মত একজন মানুষই। তোমার সম্পর্কে আমাদের বিশ্বাস এটাই যে, তুমি মিথ্যাবাদীদের একজন।
সূরা আশ শুআরা', আয়াত ৩১১৮ | মুসলিম বাংলা