আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ১৭১

তাফসীর
اِلَّا عَجُوۡزًا فِی الۡغٰبِرِیۡنَ ۚ

উচ্চারণ

ইল্লা-‘আজুঝান ফিল গা-বিরীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এক বৃদ্ধাকে ছাড়া, যে পেছনে অবস্থানকারীদের মধ্যে থেকে গেল। ৪৭

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪৭. ‘এক বৃদ্ধা’ বলতে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে বোঝানো হয়েছে। সে নবী-পত্নী হয়েও নবীর প্রতি ঈমান তো আনেইনি, উল্টো তাঁর সম্প্রদায়ের কদর্য কাজে সে তাদের সহযোগিতা করছিল। আযাব আসার আগে যখন হযরত লূত আলাইহিস সালামকে শহর ত্যাগ করে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হল, তখন সে পিছনে রয়ে গিয়েছিল। কাজেই আযাব আপতিত হলে জনপদবাসীদের সাথে সেও তার শিকার হয়ে যায়।
সূরা আশ শুআরা', আয়াত ৩১০৩ | মুসলিম বাংলা