আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ১৬৯

তাফসীর
رَبِّ نَجِّنِیۡ وَاَہۡلِیۡ مِمَّا یَعۡمَلُوۡنَ

উচ্চারণ

রাব্বি নাজজিনী ওয়া আহলী মিম্মা-ইয়া‘মালূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

হে আমার প্রতিপালক! তারা যে কার্যকলাপ করছে আমাকে ও আমার পরিবারবর্গকে তা থেকে রক্ষা করুন। ৪৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪৬. অর্থাৎ এ জাতীয় ঘৃণ্য কার্যকলাপে কাউকে লিপ্ত হতে দেখলে যে দুঃখ-বেদনা সৃষ্টি হয় তা থেকে আমাদেরকে মুক্তি দিন এবং এ অপকর্মের কারণে সে জাতির উপর যে শাস্তি অবতীর্ণ হওয়ার ছিল তা থেকে আমাদেরকে রক্ষা করুন।
সূরা আশ শুআরা', আয়াত ৩১০১ | মুসলিম বাংলা