আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ১৬৭

তাফসীর
قَالُوۡا لَئِنۡ لَّمۡ تَنۡتَہِ یٰلُوۡطُ لَتَکُوۡنَنَّ مِنَ الۡمُخۡرَجِیۡنَ

উচ্চারণ

কা-লূলাইল্লাম তানতাহি ইয়া-লূতুলাতাকূনান্না মিনাল মুখরাজীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা বলল, হে লূত! তুমি যদি ক্ষান্ত না হও, তবে জনপদ থেকে যাদেরকে বহিষ্কার করা হয়, তুমিও তাদের একজন হয়ে যাবে।
সূরা আশ শুআরা', আয়াত ৩০৯৯ | মুসলিম বাংলা