আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ১৫৭

তাফসীর
فَعَقَرُوۡہَا فَاَصۡبَحُوۡا نٰدِمِیۡنَ ۙ

উচ্চারণ

ফা‘আকারূহা-ফাআছবাহূনা-দিমীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

অতঃপর (এই ঘটল যে) তারা উটনীটির পায়ের রগ কেটে ফেলল। তারপর তারা অনুতপ্ত হল। ৪৩

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪৩. তাদের সে অনুতাপ তওবার উদ্দেশ্যে ছিল না। আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছিল বলে যে তাদের মনে অনুশোচনা জেগেছিল তা নয়; বরং উটনী হত্যার কারণে যে শীঘ্রই আযাব এসে যাবে, আর বেশিদিন দুনিয়ার মজা লোটা যাবে না, সে কারণেই অনুতপ্ত হয়েছিল। -অনুবাদক