আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ১৪৮

তাফসীর
وَّزُرُوۡعٍ وَّنَخۡلٍ طَلۡعُہَا ہَضِیۡمٌ ۚ

উচ্চারণ

ওয়া ঝুরূ‘ইওঁ ওয়া নাখলিন তাল‘উহা-হাদীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং ক্ষেত-খামার ও এমন খেজুর বাগানের ভেতর, যার গুচ্ছ পরস্পর সন্নিবিষ্ট?
সূরা আশ শুআরা', আয়াত ৩০৮০ | মুসলিম বাংলা