আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ১৪১

তাফসীর
کَذَّبَتۡ ثَمُوۡدُ الۡمُرۡسَلِیۡنَ ۚۖ

উচ্চারণ

কাযযাবাত ছামূদুল মুরছালীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

ছামুদ জাতি রাসূলগণকে অস্বীকার করেছিল। ৪০

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪০. ছামুদ জাতি ও তাদের নবী হযরত সালেহ (আ.)-এর বৃত্তান্ত পূর্বে বিস্তারিত গত হয়েছে। দেখুন সূরা আরাফ (৭ : ৭৩) ও সূরা হুদ (১১ : ৬১-৬৮) এবং সংশ্লিষ্ট টীকাসমূহ।