আল ফুরকান

সূরা নং: ২৫, আয়াত নং: ৭১

তাফসীর
وَمَنۡ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّہٗ یَتُوۡبُ اِلَی اللّٰہِ مَتَابًا

উচ্চারণ

ওয়া মান তা-বা ওয়া ‘আমিলা সা-লিহান ফাইন্নাহূইয়াতূবুইলাল্লা-হি মাতা-বা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং যে ব্যক্তি তাওবা করে ও সৎকর্ম করে, সে মূলত আল্লাহর দিকে যথাযথভাবে ফিরে আসে।
সূরা আল ফুরকান, আয়াত ২৯২৬ | মুসলিম বাংলা