আল ফুরকান

সূরা নং: ২৫, আয়াত নং: ২৬

তাফসীর
اَلۡمُلۡکُ یَوۡمَئِذِۣ الۡحَقُّ لِلرَّحۡمٰنِ ؕ وَکَانَ یَوۡمًا عَلَی الۡکٰفِرِیۡنَ عَسِیۡرًا

উচ্চারণ

আলমুলকুইয়াওমাইযিনিল হাক্কুলিররাহমা-নি ওয়া কা-না ইয়াওমান ‘আলাল কাফিরীনা ‘আছীরা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

সে দিন সত্যিকারের রাজত্ব হবে দয়াময় (আল্লাহ)-এর আর সে দিনটি কাফেরদের জন্য হবে অতি কঠিন।
সূরা আল ফুরকান, আয়াত ২৮৮১ | মুসলিম বাংলা