আন নূর

সূরা নং: ২৪, আয়াত নং: ৯

তাফসীর
وَالۡخَامِسَۃَ اَنَّ غَضَبَ اللّٰہِ عَلَیۡہَاۤ اِنۡ کَانَ مِنَ الصّٰدِقِیۡنَ

উচ্চারণ

ওয়াল খা-মিছাতা আন্না গাদাবাল্লা-হি ‘আলাইহাইন কা-না মিনাসসা-দিকীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আর পঞ্চমবার সে বলবে, সে (অর্থাৎ স্বামী) সত্যবাদী হলে তার নিজের প্রতি আল্লাহর গযব পড়ুক।
﴾﴿
সূরা আন নূর, আয়াত ২৮০০