আল আম্বিয়া

সূরা নং: ২১, আয়াত নং: ৭২

তাফসীর
وَوَہَبۡنَا لَہٗۤ اِسۡحٰقَ ؕ وَیَعۡقُوۡبَ نَافِلَۃً ؕ وَکُلًّا جَعَلۡنَا صٰلِحِیۡنَ

উচ্চারণ

ওয়া ওয়াহাবনা-লাহূইছহা-কা ওয়া ইয়া‘কূবা নাফিলাতাও ওয়া কুল্লান জা‘আলনা-সা-লিহীন ।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং আমি পুরস্কার স্বরূপ তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব। আমি তাদের প্রত্যেককে বানিয়েছিলাম নেককার।
﴾﴿
সূরা আল আম্বিয়া, আয়াত ২৫৫৫ | মুসলিম বাংলা