আল আম্বিয়া

সূরা নং: ২১, আয়াত নং: ৬২

তাফসীর
قَالُوۡۤا ءَاَنۡتَ فَعَلۡتَ ہٰذَا بِاٰلِہَتِنَا یٰۤـاِبۡرٰہِیۡمُ ؕ

উচ্চারণ

কা-লূআআনতা ফা‘আলতা হা-যা-বিআ-লিহাতিনা ইয়াইবরা-হীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

(তারপর যখন ইবরাহীমকে নিয়ে আসা হল, তখন) তারা বলল হে ইবরাহীম! আমাদের উপাস্যদের সাথে এটা কি তুমিই করেছ?
﴾﴿
সূরা আল আম্বিয়া, আয়াত ২৫৪৫ | মুসলিম বাংলা