আল আম্বিয়া

সূরা নং: ২১, আয়াত নং: ৫৫

তাফসীর
قَالُوۡۤا اَجِئۡتَنَا بِالۡحَقِّ اَمۡ اَنۡتَ مِنَ اللّٰعِبِیۡنَ

উচ্চারণ

কা-লূআজি’তানা-বিলহাক্কিআম আনতা মিনাল্লা-‘ইবীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছ, না আমাদের সাথে পরিহাস করছ? ২৮

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৮. তাদের দেব-দেবী সম্পর্কে এরূপ কথা কেউ বলতে পারে এটা তাদের কল্পনায়ও ছিল না। তাই প্রথম দিকে তাদের সন্দেহ হয়েছিল হযরত ইবরাহীম আলাইহিস সালাম একথা হয়তবা পরিহাস ছলে বলছেন।
﴾﴿
সূরা আল আম্বিয়া, আয়াত ২৫৩৮