আল আম্বিয়া

সূরা নং: ২১, আয়াত নং: ৫১

তাফসীর
وَلَقَدۡ اٰتَیۡنَاۤ اِبۡرٰہِیۡمَ رُشۡدَہٗ مِنۡ قَبۡلُ وَکُنَّا بِہٖ عٰلِمِیۡنَ ۚ

উচ্চারণ

ওয়া লাকাদ আ-তাইনাইবরা-হীমা রুশদাহূমিন কাবলুওয়া কুন্না-বিহী ‘আ-লিমীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এর আগে আমি ইবরাহীমকে দিয়েছিলাম তার (উপযুক্ত) বুদ্ধিমত্তা। আমি তার সম্পর্কে পরিপূর্ণ অবগত ছিলাম।
﴾﴿
সূরা আল আম্বিয়া, আয়াত ২৫৩৪