আল আম্বিয়া

সূরা নং: ২১, আয়াত নং: ১০৮

তাফসীর
قُلۡ اِنَّمَا یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ ۚ فَہَلۡ اَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ

উচ্চারণ

কুল ইন্নামা-ইঊহাইলাইয়া আন্নামাইলা-হুকুম ইলা-হুওঁ ওয়াহিদুন ফাহাল আনতুম মুছলিমূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

বলে দাও, আমার প্রতি এই ওহীই অবতীর্ণ হয় যে, তোমাদের প্রভু একই প্রভু। সুতরাং তোমরা আনুগত্য স্বীকার করবে কি?
﴾﴿
সূরা আল আম্বিয়া, আয়াত ২৫৯১ | মুসলিম বাংলা