আল আম্বিয়া

সূরা নং: ২১, আয়াত নং: ১০৫

তাফসীর
وَلَقَدۡ کَتَبۡنَا فِی الزَّبُوۡرِ مِنۡۢ بَعۡدِ الذِّکۡرِ اَنَّ الۡاَرۡضَ یَرِثُہَا عِبَادِیَ الصّٰلِحُوۡنَ

উচ্চারণ

ওয়া লাকাদ কাতাবনা-ফিঝঝাবূরি মিম বা‘দিযযিকরি আন্নাল আরদা ইয়ারিছু হা-ইবা দিয়াসসা-লিহূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আমি যাবুরে উপদেশের পর লিখে দিয়েছিলাম, ভূমির উত্তরাধিকারী হবে আমার নেক বান্দাগণ। ৫৩

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫৩. অর্থাৎ আখেরাতে সমগ্র বিশ্বে কোন কাফেরের কিছুমাত্র অংশ থাকবে না; বরং আল্লাহ তাআলার নেক বান্দাগণই সব কিছুর অধিকারী হবে। [অনেকের মতে এখানে الارض অর্থাৎ ভূমি দ্বারা জান্নাতের ভূমি বোঝানো হয়েছে। -অনুবাদক]
﴾﴿
সূরা আল আম্বিয়া, আয়াত ২৫৮৮ | মুসলিম বাংলা