অর্থঃ
মুফতী তাকী উসমানী
আল্লাহ বললেন, তোমরা উভয়ে এখান থেকে নিচে নেমে যাও। তোমরা একে অন্যের শত্রু। ৬১ অতঃপর তোমাদের কাছে আমার পক্ষ হতে যদি কোন হিদায়াত পৌঁছে, তবে যে আমার হিদায়াত অনুসরণ করবে সে বিপথগামী হবে না এবং দুঃখগ্রস্ত হবে না।
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
৬১. অর্থাৎ, মানুষ ও শয়তান একে অন্যের শত্রু হবে।