ত্বা-হা

সূরা নং: ২০, আয়াত নং: ১০৬

তাফসীর
فَیَذَرُہَا قَاعًا صَفۡصَفًا ۙ

উচ্চারণ

ফাইয়াযারুহা-কা-‘আন সাফসাফা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

আর তাকে পরিণত করবেন ৫২ সমতল প্রান্তরে

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫২. অর্থাৎ পাহাড়ের স্থানটিকে অথবা ভূমিকে এমন সমতল স্থানে পরিণত করবেন, যাতে স্থাপনা ও গাছপালা থাকবে না। -অনুবাদক
﴾﴿
সূরা ত্বা-হা, আয়াত ২৪৫৪