অর্থঃ
মুফতী তাকী উসমানী
নিশ্চয়ই যে সকল লোক কুফর অবলম্বন করেছে, ৭ তাদেরকে আপনি ভয় দেখান বা নাই দেখান ৮ উভয়টাই তাদের পক্ষে সমান। তারা ঈমান আনবে না।
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
৭. একদল কাফের সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছিল যে, যত স্পষ্ট দলীল ও উজ্জ্বল নিদর্শনই তাদের সামনে উপস্থিত করা হোক, তারা কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতে ঈমান আনবে না। এখানে সেই কাফেরদের কথাই বলা হচ্ছে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) এ আয়াতের তাফসীরে বলেন, এরা হচ্ছে সেই সব লোক, যারা কুফরের উপর গোঁ ধরে বসে আছে। সেই ভাব ব্যক্ত করার লক্ষ্যেই তরজমায় ‘কুফর অবলম্বন করেছে’ শব্দ ব্যবহার করা হয়েছে।