২. আল বাকারা ( আয়াত নং - ৫৪ )

bookmark
وَاِذۡ قَالَ مُوۡسٰی لِقَوۡمِہٖ یٰقَوۡمِ اِنَّکُمۡ ظَلَمۡتُمۡ اَنۡفُسَکُمۡ بِاتِّخَاذِکُمُ الۡعِجۡلَ فَتُوۡبُوۡۤا اِلٰی بَارِئِکُمۡ فَاقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ عِنۡدَ بَارِئِکُمۡ ؕ فَتَابَ عَلَیۡکُمۡ ؕ اِنَّہٗ ہُوَ التَّوَّابُ الرَّحِیۡمُ
ওয়া ইযকা-লা মূছা- লিকাওমিহী ইয়া-কাওমি ইন্নাকুম জালামতুম আনফুছাকুম বিত্তিখা-যিকুমুল ‘ইজলা ফাতূবূ ইলা-বা-রিইকুম ফাকতুলূআনফুছাকুম যা-লিকুম খাইরুল্লাকুম ‘ইনদা বা-রিইকুম ফাতা-বা ‘আলাইকুম ইন্নাহূ হুওয়াত্তাওওয়া-বুররাহীম।

অর্থঃ

মুফতী তাকী উসমানী

এবং যখন মূসা নিজ সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়! বাছুরকে উপাস্য বানিয়ে প্রকৃতপক্ষে তোমরা নিজেরা নিজেদের প্রতিই জুলুম করেছ। সুতরাং এখন নিজ সৃষ্টিকর্তার কাছে তওবা কর এবং নিজেরা নিজেদেরকে হত্যা কর। ৪৭ এটাই তোমাদের সৃষ্টিকর্তার নিকট তোমাদের পক্ষে শ্রেয়। এভাবে আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করলেন। নিশ্চয় তিনিই অতি বড় ক্ষমাশীল ও পরম দয়ালু।

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

৪৭. অর্থাৎ তোমাদের মধ্যে যারা বাছুর পূজা করেনি তারা পূজাকারীদেরকে হত্যা কর। কারও মতে বনী ইসরাঈলের কিছুসংখ্যক বাছুরের পূজা করেছিল, কিছুসংখ্যক পূজা করেনি বটে, কিন্তু পূজারীদেরকে বারণও করেনি, আর কিছুসংখ্যক পূজা তো করেইনি এবং যারা পূজা করেছিল তাদেরকে বাধাও দিয়েছিল। এদের মধ্যে দ্বিতীয় দলকে হুকুম করা হয় যাতে তারা প্রথম দলকে হত্যা করে, যাতে নিহত হওয়ার দ্বারা প্রথম দলের এবং তাদেরকে হত্যা করার দ্বারা দ্বিতীয় দলের তওবা হয়ে যায়। তৃতীয় দলের এ ব্যাপারে তওবার দরকার ছিল না। -(-অনুবাদক)