অর্থঃ
মুফতী তাকী উসমানী
তোমরা কি অন্য লোকদেরকে পুণ্যের আদেশ কর আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব তিলাওয়াতও কর। তোমরা কি এতটুকুও বোঝ না? ৪৩
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
৪৩. কতক ইয়াহুদী পণ্ডিত মানুষকে বলত, ইসলাম সত্য ধর্ম, কিন্তু নিজেরা তা গ্রহণ করত না। তাদেরকে তিরস্কার করে বলা হয়েছে, এটা কেমন কথা যে, অন্যকে ভালো কাজের আদেশ করছ অথচ নিজেদের বেলায় তা ভুলে থাকছ? যে ব্যক্তি সত্য-সঠিক কথা জানে তার তো তা প্রচার করার সাথে সাথে নিজেরও অনুসরণ করা কর্তব্য। নিজে অনুসরণ না করে কেবল প্রচার দ্বারা মুক্তি পাওয়া যাবে না। বরং তা আরও মসিবতের কারণ হবে। এ আয়াতের শিক্ষা হল, নসীহতকারীকে অবশ্যই নিজ নসীহত অনুযায়ী আমল করতে হবে। ফাসেক ব্যক্তি কাউকে নসীহত করতে পারবে না সেকথা বোঝানো উদ্দেশ্য নয়।