২. আল বাকারা ( আয়াত নং - ২৮৩ )

bookmark
وَاِنۡ کُنۡتُمۡ عَلٰی سَفَرٍ وَّلَمۡ تَجِدُوۡا کَاتِبًا فَرِہٰنٌ مَّقۡبُوۡضَۃٌ ؕ  فَاِنۡ اَمِنَ بَعۡضُکُمۡ بَعۡضًا فَلۡیُؤَدِّ الَّذِی اؤۡتُمِنَ اَمَانَتَہٗ وَلۡیَتَّقِ اللّٰہَ رَبَّہٗ ؕ  وَلَا تَکۡتُمُوا الشَّہَادَۃَ ؕ  وَمَنۡ یَّکۡتُمۡہَا فَاِنَّہٗۤ اٰثِمٌ قَلۡبُہٗ ؕ  وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ عَلِیۡمٌ ٪
ওয়া ইন কুনতুম ‘আলা-ছাফারিওঁ ওয়ালাম তাজিদূকা-তিবান ফারিহা-নুম মাকবূদাতুন ফাইন আমিনা বা‘দুকুম বা‘দান ফালইউআদ্দিল্লাযী’তুমিনা আমা-নাতাহু ওয়াল ইয়াত্তাকিল্লাহা রাব্বাহূ ওয়ালা-তাকতুমুশশাহা-দাতা ওয়া মাইঁ ইয়াকতুমহা-ফাইন্নাহুআছিমুন কালবুহু ওয়াল্লা-হু বিমা-তা‘মালূন ‘আলীম।

অর্থঃ

মুফতী তাকী উসমানী

তোমরা যদি সফরে থাক এবং তখন কোনও লেখক না পাও, তবে (আদায়ের নিশ্চয়তা স্বরূপ) বন্ধক গ্রহণ করা যাবে। অবশ্য তোমরা যদি একে অন্যের প্রতি বিশ্বাস রাখ, তবে যার প্রতি বিশ্বাস রাখা হয়েছে, সে যেন নিজ আমানত (যথাযথভাবে) আদায় করে দেয় এবং আল্লাহকে ভয় করে যিনি তার প্রতিপালক। আর তোমরা সাক্ষ্য গোপন করবে না। যে তা গোপন করবে তার অন্তর পাপী। ২১১ তোমরা যে-কাজই কর না কেন, আল্লাহ সে সম্বন্ধে পূর্ণ অবগত।

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

২১১. বিশেষভাবে অন্তরকে পাপী বলার কারণ, সাক্ষ্য গোপন রাখার কাজটি মূলত অন্তরের দ্বারাই হয়। তাতে প্রকাশ্য অঙ্গ-প্রত্যঙ্গের তেমন সংশ্লিষ্টতা থাকে না। সেই সঙ্গে এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে, সাক্ষ্য গোপন করা একটি গুরুতর পাপ। এ মহাপাপ সে-ই করতে পারে, যার অন্তর পাপকবলিত হয়ে গেছে। সুতরাং এ পাপ পরিহার করার সাথে সাথে আত্মার সংশোধনের প্রতিও বিশেষ নজর দেওয়া চাই। (-অনুবাদক)