অর্থঃ
মুফতী তাকী উসমানী
যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আর ব্যয় করার পর খোঁটা দেয় না এবং কোনরূপ কষ্টও দেয় না, তারা নিজ প্রতিপালকের কাছে তাদের সওয়াব পাবে। তাদের কোনও ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। ২০০
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
২০০. অর্থাৎ সওয়াব কম হওয়ার কোনও ভয় থাকবে না এবং অপরিমিত সওয়াব প্রত্যক্ষ করার পর পার্থিব বিত্ত-বৈভবের জন্য কোনও দুঃখও তারা বোধ করবে না। -অনুবাদক