অর্থঃ
মুফতী তাকী উসমানী
দীনের বিষয়ে কোনও জবরদস্তি নেই। হিদায়াতের পথ গোমরাহী থেকে সুস্পষ্ট হয়ে গেছে। এর পর যে ব্যক্তি তাগুতকে ১৯৪ অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনবে, সে এক মজবুত হাতল আঁকড়ে ধরল, যা ভেঙ্গে যাওয়ার কোনও আশঙ্কা নেই। আল্লাহ সবকিছু শোনেন ও সবকিছু জানেন।
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
১৯৪. ‘তাগুত’-এর আভিধানিক অর্থ সীমালঙ্ঘনকারী। মুশরিকদের দেব-দেবী ও প্রতিমাকে এবং আল্লাহর পথ থেকে বিচ্যুত ও বিভ্রান্তকারী সবকিছুকেই তাগুত বলে। -অনুবাদক