অর্থঃ
মুফতী তাকী উসমানী
হে মুমিনগণ! আমি তোমাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে সেই দিন আসার আগেই (আল্লাহর পথে) ব্যয় কর, যেদিন কোনও বেচাকেনা থাকবে না, কোনও বন্ধুত্ব (কাজে আসবে) না এবং কোনও সুপারিশও না। ১৯২ আর যারা কুফর অবলম্বন করেছে, তারাই জালিম।
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
১৯২. এর দ্বারা কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে।