তা এ কারণে যে, আল্লাহ সত্যসম্বলিত কিতাব নাযিল করেছেন, আর যারা কিতাবের ব্যাপারে মতবিরোধে লিপ্ত হয়েছে তারা জেদাজেদিতে বহু দূর চলে গেছে। ১ #%২১%#
তাফসীরে মুফতি তাকি উসমানী
১২১. অর্থাৎ তারা যে হিদায়াতের বদলে গোমরাহী এবং মাগফিরাতের বদলে আযাব ক্রয় করেছে তার প্রমাণ, অথবা আখিরাতে যে তাদেরকে উপরে বর্ণিত শাস্তিসমূহ ভোগ করতে হবে তার কারণ এই যে, তারা সত্যসম্বলিত এ কিতাবের বিরুদ্ধাচরণ করেছে। এতে নানা রকম মতভেদ সৃষ্টি করেছে এবং শত্রুতায় বহুদূর চলে গেছে বা সত্য পথ থেকে বহুদূরে চলে গেছে। -অনুবাদক (তাফসীরে উছমানী অবলম্বনে)।