আল বাকারা

সূরা নং: ২, আয়াত নং: ১৬৭

তাফসীর
وَقَالَ الَّذِیۡنَ اتَّبَعُوۡا لَوۡ اَنَّ لَنَا کَرَّۃً فَنَتَبَرَّاَ مِنۡہُمۡ کَمَا تَبَرَّءُوۡا مِنَّا ؕ  کَذٰلِکَ یُرِیۡہِمُ اللّٰہُ اَعۡمَالَہُمۡ حَسَرٰتٍ عَلَیۡہِمۡ ؕ  وَمَا ہُمۡ بِخٰرِجِیۡنَ مِنَ النَّارِ ٪

উচ্চারণ

ওয়া কা-লাল্লাযীনাত্তাবা‘ঊ লাও আন্না লানা-কাররাতান ফানাতাবাররাআ মিনহুম কামা-তাবাররাঊ মিন্না-কাযা-লিকা ইউরীহিমুল্লা-হু আ‘মা-লাহুম হাছারা-তিন ‘আলাইহিম; ওয়ামা-হুম বিখা-রিজীনা মিনান্না-র।

অর্থ

মুফতী তাকী উসমানী

আর যারা (তাদের অর্থাৎ নেতৃবর্গের) অনুসরণ করত তারা বলবে, হায়! একবার যদি আমাদের (দুনিয়ায়) ফিরে যাওয়ার সুযোগ হত, তবে আমরাও তাদের (অর্থাৎ নেতৃবর্গের) সঙ্গে এভাবেই সম্পর্কহীনতা ঘোষণা করতাম, যেমন তারা আমাদের সঙ্গে সম্পর্কহীনতা ঘোষণা করেছে। এভাবে আল্লাহ তাদেরকে দেখাবেন যে, তাদের কার‌্যাবলী (আজ) তাদের জন্য সম্পূর্ণ মনস্তাপে পরিণত হয়েছে। ১১৫ আর তারা কোনও অবস্থায়ই জাহান্নাম থেকে বের হতে পারবে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১১৫. অর্থাৎ মুশরিকগণ যখন দেখবে, আল্লাহর আযাব সামনে উপস্থিত আর এই কঠিন সময়ে তাদের নেতৃবর্গ ও তাদের উপাস্যগণ তাদেরকে পরিত্যক্ত করেছে, তখন যেমন দুনিয়ায় তাদের অনুসরণ ও উপাসনা করার কারণে আক্ষেপ হবে, তেমনি আল্লাহ তা‘আলা তাদের যাবতীয় আমলকেই তাদের জন্য আক্ষেপের বিষয়ে পরিণত করবেন। কেননা, হজ্জ, উমরা, দান-খয়রাত ইত্যাদি ভালো কাজসমূহ করে থাকলে শিরকের কারণে তো তার সবই প্রত্যাখ্যাত হয়ে যাবে, অন্যদিকে শিরকসহ আরও যত গুনাহের কাজ করেছে তার জন্য শাস্তি পেতে হবে। এভাবে ভালো-মন্দ সব কাজই তাদের আক্ষেপের কারণ হয়ে যাবে। -অনুবাদক, তাফসীরে উছমানী অবলম্বনে
﴾﴿
সূরা আল বাকারা, আয়াত ১৭৪ | মুসলিম বাংলা