অর্থঃ
মুফতী তাকী উসমানী
যখন তাদেরকে বলা হয়, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, ১৩ তারা বলে, আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। ১৪
তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
১৩. অর্থাৎ কুফর করো না, আল্লাহর পথে বাধা দিও না এবং তাঁর অবাধ্যতা করো না। বস্তুত আল্লাহর অবাধ্যতা ও পাপাচার করাই প্রকৃত ফাসাদ। (-অনুবাদক)