আল কাহ্‌ফ

সূরা নং: ১৮, আয়াত নং: ৬৪

তাফসীর
قَالَ ذٰلِکَ مَا کُنَّا نَبۡغِ ٭ۖ  فَارۡتَدَّا عَلٰۤی اٰثَارِہِمَا قَصَصًا ۙ

উচ্চারণ

কা-লা যা-লিকা মা-কুন্না-নাবগি ফারতাদ্দা-‘আলাআ-ছা-রিহিমা-কাসাসা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

মূসা বলল, আমরা তো এটাই সন্ধান করছিলাম। ৩৯ অতএব তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চলল।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৯. হযরত মূসা আলাইহিস সালামকে আলামত বলে দেওয়া হয়েছিল এটাই যে, যেখানে মাছটি হারিয়ে যাবে, সেখানেই হযরত খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাত হবে। তাই হযরত ইউশা আলাইহিস সালাম তো ঘটনাটি তাঁকে ভয়ে-ভয়ে শুনিয়েছিলেন, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম শুনে অত্যন্ত খুশী হলেন। তিনি যে গন্তব্যের সন্ধান পেয়ে গেছেন!
﴾﴿
সূরা আল কাহ্‌ফ, আয়াত ২২০৪