আল কাহ্‌ফ

সূরা নং: ১৮, আয়াত নং: ৪৪

তাফসীর
ہُنَالِکَ الۡوَلَایَۃُ لِلّٰہِ الۡحَقِّ ؕ  ہُوَ خَیۡرٌ ثَوَابًا وَّخَیۡرٌ عُقۡبًا ٪

উচ্চারণ

হুনা-লিকাল ওয়ালা-ইয়াতুলিল্লা-হিল হাক্কি হুওয়া খাইরুন ছাওয়া-বাওঁ ওয়া খাইরুন ‘উকবা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

এরূপ পরিস্থিতিতে (মানুষ উপলব্ধি করতে পারে) সাহায্য করার ক্ষমতা কেবল পরম সত্য আল্লাহরই আছে। তিনিই উত্তম পুরস্কার দান করেন এবং উত্তম পরিণাম প্রদর্শন করেন। ২৭

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৭. অর্থাৎ যারা তাঁর প্রতি ঈমান আনে ও তাঁর আনুগত্য করে তাদেরকে উত্তম পুরস্কার দান করেন আর যারা তাঁর উপর নির্ভর করে এবং তাঁর কাছেই আশাবাদী থাকে, তাদের পরিণামকে শুভ করেন। -অনুবাদক
﴾﴿