এরাই সেই সব লোক, যারা নিজ প্রতিপালকের আয়াতসমূহ ও তাঁর সামনে উপস্থিতির বিষয়টিকে অস্বীকার করে। ফলে তাদের যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে গেছে। আমি কিয়ামতের দিন তাদের কোন ওজন গণ্য করব না। ৫৮
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫৮. অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তাদের কোন মূল্য ও ওযন থাকবে না। এক হাদীসে আছে, ‘অত্যধিক পানাহারকারী লম্বা-চওড়া ব্যক্তিকে (কিয়ামতের দিন) হাজির করা হবে, কিন্তু তার ওযন একটা মশার ডানার সমানও হবে না’। -অনুবাদক