বনী-ইসরাঈল

সূরা নং: ১৭, আয়াত নং: ৯০

তাফসীর
وَقَالُوۡا لَنۡ نُّؤۡمِنَ لَکَ حَتّٰی تَفۡجُرَ لَنَا مِنَ الۡاَرۡضِ یَنۡۢبُوۡعًا ۙ

উচ্চারণ

ওয়া কা-লূলান নু’মিনা লাকা হাত্তা-তাফজুরা লানা-মিনাল আরদিইয়ামবূ‘আ-।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা বলে, আমরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি ঈমান আনব না, যতক্ষণ না তুমি ভূমি থেকে আমাদের জন্য এক প্রস্রবণ বের করে দেবে।
﴾﴿
সূরা বনী-ইসরাঈল, আয়াত ২১১৯ | মুসলিম বাংলা