বনী-ইসরাঈল

সূরা নং: ১৭, আয়াত নং: ৬৫

তাফসীর
اِنَّ عِبَادِیۡ لَیۡسَ لَکَ عَلَیۡہِمۡ سُلۡطٰنٌ ؕ وَکَفٰی بِرَبِّکَ وَکِیۡلًا

উচ্চারণ

ইন্না ‘ইবা-দী লাইছা লাকা ‘আলাইহিম ছুলতা-নুওঁ ওয়া কাফা-বিরাব্বিকা ওয়াকীলা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

নিশ্চয়ই আমার যারা বান্দা, তাদের উপর তোমার কোন ক্ষমতা চলবে না। ৪৫ (তাদের) রক্ষকরূপে তোমার প্রতিপালকই যথেষ্ট।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪৫. ‘আমার বান্দা’ বলে সেই সকল মুখলিস ও নিষ্ঠাবান বান্দাদের বোঝানো হয়েছে, যারা আল্লাহ তাআলার আনুগত্য করতে সচেষ্ট থাকে।
﴾﴿