এ সবই এমন মন্দ কাজ, ২৭ যা তোমার প্রতিপালকের কাছে ঘৃণ্য।
তাফসীরে মুফতি তাকি উসমানী
২৭. অর্থাৎ যেসব করতে নিষেধ করা হয়েছে, সেগুলো করা মন্দ ও আল্লাহর কাছে ঘৃণ্য আর যা করতে আদেশ করা হয়েছে, তা না করা মন্দ ও আল্লাহর কাছে ঘৃণ্য। অর্থাৎ যথাক্রমে করা ও না করার দৃষ্টিকোণ থেকে সবগুলোই মন্দ। -অনুবাদক