বনী-ইসরাঈল

সূরা নং: ১৭, আয়াত নং: ৩৮

তাফসীর
کُلُّ ذٰلِکَ کَانَ سَیِّئُہٗ عِنۡدَ رَبِّکَ مَکۡرُوۡہًا

উচ্চারণ

কুল্লুযা-লিকা কা-না ছাইয়িউহূ‘ইনদা রাব্বিকা মাক রূহা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

এ সবই এমন মন্দ কাজ, ২৭ যা তোমার প্রতিপালকের কাছে ঘৃণ্য।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৭. অর্থাৎ যেসব করতে নিষেধ করা হয়েছে, সেগুলো করা মন্দ ও আল্লাহর কাছে ঘৃণ্য আর যা করতে আদেশ করা হয়েছে, তা না করা মন্দ ও আল্লাহর কাছে ঘৃণ্য। অর্থাৎ যথাক্রমে করা ও না করার দৃষ্টিকোণ থেকে সবগুলোই মন্দ। -অনুবাদক
﴾﴿
সূরা বনী-ইসরাঈল, আয়াত ২০৬৭ | মুসলিম বাংলা