আন নাহ্‌ল

সূরা নং: ১৬, আয়াত নং: ৬০

তাফসীর
لِلَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ مَثَلُ السَّوۡءِ ۚ  وَلِلّٰہِ الۡمَثَلُ الۡاَعۡلٰی ؕ  وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ٪

উচ্চারণ

লিলাযীনা লা-ইউ’মিনূনা বিলআ-খিরাতি মাছালুছছাওই ওয়া লিল্লা-হিল মাছালুল আ‘লা- ওয়া হুওয়াল ‘আঝীঝুল হাকীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

যত সব মন্দ বিষয় তাদেরই মধ্যে, যারা আখেরাতে ঈমান রাখে না। আর সর্বোচ্চ পর্যায়ের গুণাবলী আল্লাহ তাআলারই আছে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
﴾﴿