আন নাহ্‌ল

সূরা নং: ১৬, আয়াত নং: ১২০

তাফসীর
اِنَّ اِبۡرٰہِیۡمَ کَانَ اُمَّۃً قَانِتًا لِّلّٰہِ حَنِیۡفًا ؕ  وَلَمۡ یَکُ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ۙ

উচ্চারণ

ইন্না ইবরা-হীমা কা-না উম্মাতান কা-নিতাল লিল্লা-হি হানীফাওঁ ওয়ালাম ইয়াকুমিনাল মুশরিকীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

নিশ্চয়ই ইবরাহীম ছিল এক আদর্শপুরুষ আল্লাহর অনুগত, একনিষ্ঠ এবং যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে সে তাদের অন্তর্ভুক্ত ছিল না।
﴾﴿