ইউসুফ

সূরা নং: ১২, আয়াত নং: ২৯

তাফসীর
یُوۡسُفُ اَعۡرِضۡ عَنۡ ہٰذَا ٜ  وَاسۡتَغۡفِرِیۡ لِذَنۡۢبِکِ ۚۖ  اِنَّکِ کُنۡتِ مِنَ الۡخٰطِئِیۡنَ ٪

উচ্চারণ

ইঊছুফুআ‘রিদ‘আন হা-যা-ওয়াছতাগফিরী লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খা-তিঈন।

অর্থ

মুফতী তাকী উসমানী

ইউসুফ! তুমি এ বিষয়টাকে একদম পাত্তা দিও না। আর হে নারী! তুমি নিজ অপরাধের জন্য ক্ষমা চাও। নিশ্চয় তুমিই অপরাধী ছিলে। ২০

তাফসীরে মুফতি তাকি উসমানী

২০. আযীয বিলক্ষণ বুঝে ফেলেছিলেন, অপরাধ করেছিল তার স্ত্রীই। কিন্তু সম্ভবত দুর্নামের ভয়ে বিষয়টা গোপন করেছিলেন।
﴾﴿