আল লাহাব 

সূরা নং: ১১১, আয়াত নং: ৫

তাফসীর
فِیۡ جِیۡدِہَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ ٪

উচ্চারণ

ফী জীদিহা-হাবলুম মিম মাছাদ।

অর্থ

মুফতী তাকী উসমানী

গলদেশে মুঞ্জ (তৃণ বিশেষ)-এর রশি লাগানো অবস্থায়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫. প্রথমোক্ত ব্যাখ্যা অনুযায়ী, উম্মে জামিল যখন কাষ্ঠ সংগ্রহ করে আনত তখন সে মুঞ্জের রশি দ্বারা তা বেঁধে গলায় ঝুলিয়ে নিত। আর দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী এটাও তার জাহান্নামে প্রবেশের একটা অবস্থা। জাহান্নামে তার গলায় মুঞ্জের রশির মত বেড়ি পরানো থাকবে।
সূরা আল লাহাব , আয়াত ৬২২১ | মুসলিম বাংলা